মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির ও সহযোগিত সংগঠনের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ধানের শীষে ভোট চাইলেন নেতাকর্মীরা।
ধানের শীষে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি আনন্দিত ছোট ছোট শিশু- কিশোর, কিশোরী এবং মা-বোনেরা।
উক্ত নির্বাচনি প্রচারনা পথযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ জাসের সদস্য হাসমত আলী,গোপিনাথপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল মাস্টার,গোপিনাথপুর ইউনিয়ন যুবদল নেতা নাসিরুদ্দিন আকন্দ,গোপিনাথপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান মোল্লা প্রমূখ।
এছাড়াও গোপিনাথপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন- মানুষের দোয়ারে দ্বারে দ্বারে ধানের শীষে ভোট চাচ্ছি এবং মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিঃ মইনুল ইসলাম শান্তর পক্ষ থেকে।
বিগত ১৭ বছর পর মানুষ উৎসব মূখর ভাবে ভোট দিতে পারবে বিধায় মানুষের মধ্যে ধানের শীষ একটি আবেগের জায়গায় রয়েছে।
এ সময় গোপিনাথপুর ইউনিয়ন যুবদল নেতা নাসিরুদ্দিন আকন্দ বলেন- তারেক জিয়ার দিকনির্দেশনায় এবং তার হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীর্ষের সুনিশ্চিত বিজয় আনতে মাঠে ময়দানে সর্বাত্মক আমরা নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।