1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

হলে ভর্তিচ্ছু রাখাকে কেন্দ্র করে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের বঙ্গবন্ধু পাঠাগারে জায়গা দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে।
সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে উভয় পক্ষের নেতা-কর্মীদের অবস্থান ও বাকবিতন্ডায় লিপ্ত হতে দেখা যায়। তবে এ বিষয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন লতিফ হল ছাত্রলীগের সহসভাপতি তাসকীফ আল তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান ও ছাত্রলীগ কর্মী শাওন। তৌহিদ ও শাওন দুজনেই রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। অন্যদিকে মাসুদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী।
হল সূত্রে জানা যায়, হলের বঙ্গবন্ধু পাঠাগারটির ফ্লোর পরিষ্কার  করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে হল প্রশাসন। এরপর পাঠাগারে তালা দিয়ে নিয়ন্ত্রণ নেয় তাসকীফ আল তৌহিদের অনুসারীরা। কারণ হিসেবে তারা বলেন পাঠাগারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাখা ও তাদের জিনিসপত্রের নিরাপত্তার জন্য তালা দেয়া হয়।
তবে পাঠাগারে তৌহিদ তার একান্ত কাছের ছেলেদের পাঠাগারে রাখার জন্য অন্য কাউকে উঠতে না দিতেই তালাবদ্ধ করে রাখে, এমন অভিযোগে তালা খোলার চেষ্টা করে মাসুদ। এ সময় তালা খুলতে গেলে শাওনের সাথে তার হাতাহাতি হয়। একপর্যায় এতে যুক্ত হয় দুই গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। এসময় ঘটনাস্থলে তাসকীফ আল তৌহিদ উপস্থিত হয়ে তিনিও উচ্চবাচ্যে জড়িয়ে পড়তে দেখা যায়।
সার্বিক বিষয়ে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান বলেন,  হল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাখার সার্বিক দায়িত্ব আমার হল প্রশাসনকে পালন করতে বলেছি। ছাত্রলীগের কাউকে দায়িত্ব দেয়া হয়নি। আজ যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com