বিশ্ব সংগীতে দুর্দান্ত সময় পার করছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। ‘দ্য ইরাস ট্যুর’-এর জন্য গত বছর থেকেই আলোচনায় তিনি। এরই মধ্যে কনসার্টটি নিয়ে নির্মিত একই নামের একটি সিনেমাও মুক্তি পেয়েছে গত অক্টোবরে।
গ্লোবাল বক্স অফিসে যা প্রায় ২৬১ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে। মূলত ২০২২ সালে ‘মিডনাইট’ অ্যালবামটি প্রকাশ পাওয়ার পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ছেন তিনি। এবার সম্পদের দিক দিয়েও ইতিহাস গড়লেন সুইফট। প্রথমবারের মতো তিনি নাম লেখালেন বিলিয়নিয়ারদের তালিকায়।
সম্প্রতি ১৪ জন বিলিয়নিয়ার (শতকোটি ডলারের মালিক) তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন এই পপতারকা।
টেইলর সুইফট মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। দ্য এরাস ট্যুরের সুবাদে এই বিলিয়নিয়ার ক্লাবে জায়গা করে নিয়েছেন। এই ট্যুরের অংশ হিসেবে ৫টি মহাদেশের ৫৪টি শহরে মোট ১৫২টি শো করছেন। এরই মধ্যে এই কনসার্ট থেকে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। এ ছাড়া তাঁর মোট সম্পদের মধ্যে ‘ব্ল্যাঙ্ক স্পেস’ ও ‘অ্যান্টি-হিরো’ গান দুটি থেকে আয় করা অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।