1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শিবগঞ্জ মোকামতলায় ৮ কেজি গাজাঁসহ ২ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরের কা‌শিমপুরে দুর্গা পূজার প্রতীমা ভাংচু‌র করল দুর্বৃত্তরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ যে সীমান্তে প্রাণ গেছে ফেলানীর সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর চাকরি পেলেন তার ছোটভাই প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণের ঘটনায় দুই আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া সড়কের বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মদ তৈরির উপকরণ উদ্ধার ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকীতে স্কুলপথে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পালিত

মোঃ মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন।১৪ই এপ্রিল২০২৪ (রবিবার) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বর্তমানে একটি মহল বিভিন্ন সময় ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন।
আসলে এগুলো সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশ বিরোধী বক্তব্য। আজকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাঁর সহায় আছেন বলে তিনি সফল হচ্ছেন। এগুলো মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে এসব ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করছি।
রবিবার বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীন নেতা আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ। তাই আমদানি করা পণ্যের দাম আগের চেয়ে একটু দাম বেশি পরছে। এরমধ্যে আবার মধ্যস্বত্যভোগী ও পরিবহন সিন্ডিকেট। উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়। সুতরাং শুধু যে ব্যবসায়ী সিন্ডিকেট তা নয়, বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে। সরকার এগুলো মোকাবেলায় বিভিন্ন ধরণের পদক্ষেপ নিচ্ছে।
সাংবাদিকরা বর্তমান সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে জানিয়ে আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি টেলিভিশন থেকে বর্তমানে অনেকগুলো টেলিভিশনের অনুমোতি দিয়েছেন। যার ফলে আজকে সাংবাদিদের সংগঠন হচ্ছে। সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে। সুতরাং ধন্যবাদ দিলে প্রধানমন্ত্রীকেই দিতে হবে।
টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্যানেল মেয়র তরুন কর্মকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এসময় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com