অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক জারীকৃত পেনশন-সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকের সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘণ্টা ক্লাস বিরতি কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দু’ঘন্টা কর্মবিরতি বিরতির ঘোষণা দিয়েছি। তবে এসময় বিভাগের পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
এছাড়া ৪ জুন অর্ধদিবস কর্মসূচি পালন করবো। তারপরও যদি দাবি মেনে না নেয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।
প্রসঙ্গত, সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে গত রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোর্ডে একটি মানববন্ধন হয়েছে।