বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছেন বেসরকারি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ১২৪ শিক্ষক। আজ শুক্রবার (২ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, এনইউবিটি খুলনার শিক্ষকবৃন্দ, সাম্প্রতিক সহিংসতায় গভীরভাবে মর্মাহত, যা গুরুতর আঘাত এবং মর্মান্তিক প্রাণহানির কারণ হয়েছে। এই ভয়াবহ অবিচার উপেক্ষা করা সম্ভব নয়, এবং দায়ী ব্যক্তি এবং গোষ্ঠীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি।
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (২ আগস্ট)কর্মসূচিতে অংশগ্রহণকরী শিক্ষার্থী আটকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় ভিতরে এবং আশা পাশে তাদেরকে উদ্ধার করে এবং পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দ।