তিনি কখনো পাঁয়ে হেটে,কখনো সাইকেলে আবার কখনও রিক্সা, ভ্যানে করে যাতায়াত করে থাকেন।তার ব্যক্তিগত কোন গাড়ি নেই,অতিসাধারণ জীবনযাপনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেন।তিনি তৃণমূলের আদর্শ কর্মী বান্ধব জননেতা।তিনি জামালপুর জেলার সকল দলমত নির্বিশেষে পূজনীয় ব্যক্তিত্ব।
তিনি জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদ ইউনিয়নের তুলসীপুরে জন্মগ্রহণ করেন।তার পৈতৃক ভিটা – সম্পত্তি বিক্রি করে আওয়ামী রাজনীতি ও ১ টি কলেজ প্রতিষ্ঠার পেছনে ব্যয় করেছেন।
তিনি জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থির চিত্রটি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময়ে তুলা।
গত ২১ডিসেম্বর শুক্রবার, ৮নং বাঁশচরা ইউনিয়ন আওয়ামীলীগের নৌকা মার্কার পোস্টার লিফলেট নিয়ে আটো যোগে পূর্ব অঞ্চলের, শরিফপুর, নান্দিনা, লাহাড়িকান্দা হয়ে গোপালপুর পর্যন্ত গণসংযোগ করে পরিশেষে গোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজারে নৌকার মিছিলে অংশগ্রহণ করে, পথসভায় বক্তব্য প্রদান করেন এবং সন্ধ্যার পর জামালপুর শহরে ফিরে আসেন।