আগামিকাল ৭ই জানুয়ারী রোজ রবিবার সারা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। এই দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২৭ পিরোজপুর ১ আসনে চলছে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এ কে এ এম আউয়াল, বনাম, আওয়ামীলীগের দলীয় প্রার্থী মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের, এক প্রতিযোগিতা মূলক সংসদ নির্বাচন। এই আসনে ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে খুন হতে হয়েছে, এবং অর্ধশতাধিক কর্মীকে কুপিয়ে যখম ও আহত করেছে নৌকার প্রার্থী মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সর্মথকেরা। তাই পিরোজপুর ১ আসনটি নির্বাচনের দিন খুবই ঝুকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন এলাকা বাসি।তবে পিরোজপুর নির্বাচন কমিশন ইতিমধ্যেই পিরোজপুরের সর্বস্তরের জনগন কে আশ্বাস দিয়ে জানিয়েছেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, র্যব,পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী, ও বি জি বি, মাঠে থাকবে,তিনি আর ও বলেন, যদি কোন কেন্দ্রে জাল ভোট অথবা ভোট নিয়ে কোন অনিয়ম দেখা দিলে ওই সেন্টারের ভোট গ্রহন স্থগিত করা হবে। এবং কোন প্রিজাইডিং অফিসার বা কোন প্রসাসনের সদস্য যদি কোন প্রার্থীর হয়ে অ নিয়ম করে তার প্রমান পাওয়া গেলে সাথে সাথে তাকে চাকুরিচুত্য করা হবে বলে তিনি, জানিয়েছেন।
সবার মনে একটাই ভাবনা, দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে কে হবে ১২৭ পিরোজপুর ১ আসনের, অবিভাবক,বিভিন্ন জন সাধারনের সাথে কথা বলে জানা যায় নির্বাচনি মাঠে, পিরোজ পর
জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক ২বারের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এ এম আউয়ালের (ঈগল) প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ।
এদিকে পিরোজপুর জেলা বি এন পি এই দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন বয়কট করে ঘরে ঘরে নির্বাচন বাতিলের লিফলেট বিতরন করেছেন।