দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ১৫৮টি কেন্দ্রে (১৫টি ইউনিয়ন+শিবগঞ্জ পৌরসভা)সহ মোট=৭৯৮১২ ভোটের মধ্যে নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক মার্কা)=৭২,৭০৯ ভোট পায় এবং প্রায়=৭১০৩টি ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী। ৭১০৩টি ভোট বেশি পেয়ে নৌকা মার্কা নিয়ে দ্বিতীয় বার (বেসরকারি ভাবে) বিজয় লাভ করেছে ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। দৈনিক দেশ বুলেটিন পত্রিকার পক্ষ হতে “অভিনন্দন“ নবনির্বাচিত সংসদ সদস্যকে।
ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) =৭৯৮১২ ভোট। নবাব মোঃ শামসুল হোদা, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট (মোমবাতি মার্কা) =৭৫৪ ভোট। নুরুল ইসলাম জেন্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) (টেলিভিশন মার্কা) =২৯৩৯ ভোট। মোহাঃ গোলাম রাব্বানী, স্বতন্ত্র (কেটলি মার্কা) =২২১২৪ ভোট। মোঃ আফজাল হোসেন, জাতীয় পাট (লাঙ্গল মার্কা) =৭৬৬ ভোট । মোঃ আব্দুল হালিম, ন্যাশন্যাল পিপলস্ পার্ট (আম মার্কা) =৫৩০ ভোট । সৈয়দ নজরুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক মার্কা) =৭২৭০৯ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা: ১৭৯৬৩৪, বাতিলকৃত ভোটের সংখ্যা : ৪৮১৯, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ১৮৪৪৫৩ প্রদত্ত ভোটের শতকার হার প্রায় ৩৯%।