ফেনী লাইন নামক বাস সার্ভিস চালু হচ্ছে ফেনী থেকে। ফেনী লাইন নামক বাস সার্ভিস এর উদ্দোক্ত ও পরিচালক হলেন নুর মোহাম্মদ শাহেদ চৌধুরী। যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের চট্রগ্রাম অঞ্চলের নেতা।তার একক প্রচেষ্টায় ও সাহসিকতায় বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে এসেছেন। সব কিছু ঠিক থাকলে আশাবাদী আগামী ঈদুল আযাহার ২০২৫ এ আগেই ফেনী টু ঢাকা, ফেনী টু চট্টগ্রাম ফেনী লাইন বাস সার্ভিস টি চালু হবে। যাত্রী সাধারণ আশাপ্রকাশ করছে যে,আগামী পবিত্র ঈদুল আজহা আগে ফেনী লাইন চালু হলে জন দুর্ভগ লাগব হবে।তরুন উদ্দোক্তা জনাব নুর মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন জনগনের সহযোগিতা পেলে আগামী ঈদুল আজহার আগেই ফেনী লাইন বাস সার্ভিসটি চালু করতে পারবো ইনশাআল্লাহ।