ঢাকার মিরপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং বিভিন্ন জেলায় দীর্ঘ ১৭ বছর ফেরার জীবন অতিবাহিতকারী টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তার’কে র্যাবের যৌথ অভিযানে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার তারাবনিয়াছড়া এলাকা হইতে গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের অপরাধ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সার্বক্ষনিক মনিটরিং’সহ প্রয়োজনীয় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
২। এরই ধারাবাহিকতায় ঢাকা মিরপুর মডেল থানার মামলা নং-৫৪(০৮)০৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মোতাবেক ঢাকার মিরপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং বিভিন্ন জেলায় দীর্ঘ ১৭ বছর ফেরার জীবন অতিবাহিতকারী গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী ইতি আক্তার’কে গ্রেফতারের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১৭.১০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার তারাবনিয়ছড়া এলাকায় র্যাবের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী জাহানারা ওরফে ইতি আক্তার (৪০), স্বামী-মোঃ দেলোয়ার হোসেন, পিতা-মৃত সিদ্দিক, সাং-ইলিশা বাসষ্ট্যান্ড ডোমপট্টির পূর্ব পার্শ্বের বাড়ী, থানা+জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং জামিনে মুক্ত হয়ে দীর্ঘ দেড় যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিল বলে স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে