নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারীর আবু মাঝির হাট এ. সাঈদিয়া মাদ্রাসার উদ্যোগে এস এম মহিউদ্দিন সোহাগের (চেয়ারম্যান)সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনার ধারাবাহিকতায় সর্বশেষ বক্তা এম. হাসিবর রহমান আলোচনায় সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতের মাধ্যমে বর্তমান কারিকুলাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তিনি বলেন, বর্তমান যুবক ছেলেদের এবং কিশোরদের কুশিক্ষা দিয়ে তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরো উল্লেখ করে বলেন মাদ্রাসা সহ সকল সিলেবাস পরিবর্তন করতে হবে এবং শরিফ থেকে সরিফা, ট্রান্সজেন্ডার, মাদ্রাসার বই গুলোতে তবলা, আপত্তিকর ছবি, নবম শ্রেণির বইয়ে ম্যাপে ভুল নকশা সহ সকল বিষয়ের প্রমাণ সহ তুলে ধরলাম।শাহরিয়ার কবির,জাফার ইকবালসহ এমন কুপ্রকৃতির লোকদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তি দিতে সরকারকে আহবান করেন। তিনি বলেন, মাত্র পাঁচ বছর আলেমদের হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য। তাঁরা একটি আধুনিক রাষ্ট্র উপহার দিবে বলে ঘোষনা করেন। তিনি বলেন প্রত্যেকটা মানুষকে তার স্থান থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ীতে সমাজে প্রতিবাদের ধ্বনি তুলতে। কারণ আজ হয়তোবা আমি আমার গন্তব্যে পৌঁছতে নাও পারি। তাই কি আমি প্রতিবাদ করবো না? এমনটা হতে পারে না, আমরা যদি প্রতিবাদ না করি ওরা আরো ধ্বংস করে ফেলবে শিক্ষা ব্যবস্থাকে। তাই আমাদের সবাইকে একসাথে আন্দোলন করতে হবে এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হবে।