1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সক্রিয় আইনজীবীদের।
কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদিন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এ্যাড. আবুল কালাম আকন, এ্যাড. সৈয়দ সাব্বির আহম্মদ, এ্যাড. ফিরোজ খান বাবু, এ্যাড. নুরুল ইসলাম সরদার শাহজাহান, এ্যাড.মুজিবুর রহমান হাওলাদার, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড. মামনুল হাসান সেন্টু,এ্যাড. ওয়াহিদ হাসান বাবু, এ্যাড. মো. নিয়াজ হাসানাত, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. রোজ – ই – রাব্বি সানি।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২২ জুলাই এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com