1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোংলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির আঘাতে এসআই আহত, আটক ২ বাবুগঞ্জে নদী গর্ভে বিলীন হওয়া ৪ অসহায় পরিবারের মাঝে লক্ষ্যাধিক টাকার উপকরণ ত্রান বিতরণ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু খুলনায় স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে- প্রধান নির্বাচন কমিশনার মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে… জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূইয়া বিএনপি নেতা নাছির তালুকদারের সংবাদ সম্মেলন নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০৩ মির্জাপুরে টনসিলের ভূল অস্ত্রোপচারে শিশুর মৃত্যু বানিয়াচংয়ের ৫আগস্ট:এক রক্তাক্ত অধ্যায়

নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই: নাহিদ

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সিস্টেমে পুরোনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেব না। অভ্যুত্থানের পরে নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।‌
শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ; প্রতিশ্রুত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন সহ ৪ দফা দাবীতে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত‍্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ‍্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, যা পরবর্তীতে অভ্যুত্থানে পরিণত হয়েছে। আমাদের যে দমনপীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ও ফ‍্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে।
এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা হয়। এতে যোগ দেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ।
পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।‌ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।
শ্রীমঙ্গলে এনসিপির মতবিনিময়সভা
জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ; প্রতিশ্রুত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন সহ ৪ দফা দাবীতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুর আড়াইটায় শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ মতবিনিময় সভা করে।
পরে দুপুর ২টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা চত্বরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের মতবিনিময় সভা শেষে জেলার পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিসি’র) দৃষ্টিভঙ্গি-
জাতীয় নাগরিক পার্টি (এনসিসি’র) দৃষ্টিভঙ্গি সম্পর্কে নেতারা বলেন, ১। বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার আকাঙ্খাকে ধারণ করেই এনসিপির পথচলা। এ ছাড়াও আমরা বাংলার হিন্দু-মুসলমান-দলিতের উপনিবেশবিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি।
২। এনসিপি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে, যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুরূপ হবে। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি ও জলবায়ু, নগর ব্যবস্থাপনা, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে এনসিপির প্রধান নীতিনির্ধারণী ক্ষেত্র। বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভিশন আছে এনসিপির।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দাবী –
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিম্নোক্ত দাবীসমূহ তুলে ধরেন,
১। জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিতে হবে।
২। প্রতিশ্রুতি সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
৩। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।
৪। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্ঠা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন এনসিপির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। এনসিপিকে জড়িয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা এটির তীব্র নিন্দা জানাই।
এনসিপিতে কেন যোগদান করতে হবে?
জাতীয় নাগরিক পার্টিতে কেন যোগদান করবেন, এর প্রাসঙ্গিকতা উল্লেখ করে নেতারা বলেন, জাতীয় নাগরিক পার্টি ২৪ এর জুলাই আন্দোলনের দল।
২৪ এর জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণের দল।
নতুন আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করা।
দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গঠন করা।
বাক স্বাধীনতা নিশ্চিতকরণের দল।
সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দল।
পরিবার তান্ত্রিক রাজনৈতির সুযোগ নেই।
আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দলের দায়িত্ব গ্রহণ করবেন।
বৈষম্যহীন এবং সমঅধিকারের দল।
যেখানে ক্ষমতা নয়, জনতার শক্তি দিয়ে দল গঠন করা হবে।
দলের সদস্য ছেলে বা মেয়ে হতে পারবে।
দারিদ্র্য দূরীকরণ এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করণের দল।
দলের সদস্য হতে হলে কমপক্ষে ১৬ বছর বয়স হতে হবে।
সমাজের দরিদ্র্য ও মেধাবী ছাত্র-ছাত্রীরাদের শিক্ষার দায়িত্ব নিশ্চিতকরণের দল।
জনকল্যাণমূলক কাজ করা।
কর্মসংস্থান তৈরি করে দেশের বেকারত্ব দূরকরণের দল।
ভালো কাজের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করা ইত্যাদি।
এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে এ পথসভা ও মতবিনিময় সভা সফল করার জন্য সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তিনি জানান, সকাল ১১টার দিকে আমরা মৌলভীবাজারের বেরীরপাড় পয়েন্ট থেকে জুলাই পদযাত্রা শুরু করে আমরা শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভায় অংশ নিয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com