আমাদের রূপে মুগ্ধ হও বলেই
পাহাড়ি নদীর বুকে স্রোতের সাথে দাঁড়াই—
নদী আর ভালোবাসার সেতুবন্ধনে হই সহজাত।
চকচকে শুভ্র দেহে রঙতুলির মতো হাসি,
নান্দনিক যৌবনে জমে উঠি
প্রকৃতির মুক্তোর মালা হয়ে, নির্জন নৈঃশব্দে।
তোমরা ছুটে আসো নগরের উল্লাসে,
তোলপাড় করো নীরবতা,
তৃপ্তির নামে ছবি তোলো, প্রেমের নামে আঁকো স্মৃতি।
আমাদের শরীর ছুঁয়ে বানাও আশ্রয়,
ভেসে যাও প্রশান্তির বাতাসে—
তবু অমাবস্যার আঁধারে নগ্ন করো অবহেলায়।
নষ্ট করো আমাদের নির্মল যৌবন,
আমাদের গোপন কান্না গলে যায় শিলার বুকে,
অশ্রু-প্লাবনে জন্ম নেয় অভিশাপের ঢেউ।
একদিন সেই স্রোতে ডুবে যাবে তোমরা
প্রকৃতির দেহে যে ক্ষত রেখেছো,
সেটাই হবে তোমাদের নিঃসঙ্গ মৃত্যুঘণ্টা।