আজ সকাল ১০.৩০ মিনিটের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন লিডার সাবেক ইউপি সদস্য জনাব কামাল উদ্দীন ও সহ-লিডার জনাব আকতার হোসেনের নেতৃত্বে ১২; সদস্য বিশিষ্ট “” ঘূর্ণিঝড় প্রতিরোধ মূলক ” কমিটির ঘূর্ণিঝড় প্রস্তুতির র্যালি সম্পন্ন হয়েছে।
কুতুবদিয়া চর্তুর দিক থেকে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত এবং ঘূর্ণিঝড় তথা সামুদ্রীক জলোচ্ছ্বাস প্রবল এলাকা হওয়ায় আগত বর্ষা মৌসমে ঘূর্ণিঝড় থেকে এলাকার জনগনকে সচেতন করার৷ লক্ষে এবং ঘূর্ণিঝড় প্রতিরোধের ব্যাপক প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্য এ র্যালির আয়োজন করা হয়েছে বলে লিডার জনাব নূরুল আলম জানান। তিনি আরো বলেন, বিগত ১৯৯১ সালের ২৯ শে এপ্রিলের প্রলেঙ্কারি ঘূর্ণিঝড় হ্যারিক্যানের আঘাতে অত্র দ্বীপ লন্ডভন্ড এবং ব্যাপক জান- মালের ক্ষতি হওয়ার পর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট. সোসাইটি এই দ্বীপকে ঘূর্ণিঝড় কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর এক মাস আগে থেকে ” ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক৷ এসব র্যালির আয়োজন করে থাকে।