নওগাঁর ধামইরহাটে গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে নওগাঁর জেলার ধামইরহাট এর উপজেলার গোপিরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানাই, ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ অভিযানিক দল ২৩ মার্চ ২০২৪ তারিখ রাতে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বিদ্যুৎ (৪৪), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-গাংরা, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করেছে র্যাব জয়পুরহাট ক্যাম্প।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ২০২৪ তারিখ ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদ এর স্ত্রী মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) কে ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, মৃত আয়না আক্তারের সাথে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজনের ছোট খাটো বিষয়ে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে তাকে মারপিটের করে শ্বাসরোধে মেরে ফেলে বসত বাড়ির আম গাছে গলায় লাইলনের রশি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান মৃতের স্বজনরা। মৃতের চাচা আব্দুল হালিম বাদী হয়ে ধামইরহাট থানায় ভাতিজিকে শ্বাসরোধে হত্যার দ্বায়ে ০৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অদ্য ২৩ মার্চ ২০২৪ তারিখ নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে বিদ্যুৎ কে গ্রেফতার করতে সক্ষম হয়।