৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশগ্রহণ করে মুন্সিগঞ্জবাসীর গর্ব, দুইবারের জাতীয় চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান দেশীয় ক্রীড়াঙ্গনে আবারও আলোচনায়। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ১নং সদস্য কামরুজ্জামান রতনের সুযোগ্য পুত্র।বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এই মর্যাদাপূর্ণ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় ও উদীয়মান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল,সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইমরুল হাসান,সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF)সভাপতিত্ব করেনতরিকুল ইসলাম চৌধুরী,সহ-সভাপতি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনবিশেষ সম্মাননা: কামরুজ্জামান রতন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্যাডমিন্টন ফেডারেশনের ১নং সদস্য ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন।আইমান ইবনে জামান দুইবারের জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে তিনি তাঁর দক্ষতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তাকে কোর্টে প্রমাণ করেছেন। তাঁর অসাধারণ খেলার দক্ষতা উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ, সুশৃঙ্খল আয়োজন ও সম্মাননার চমৎকার সমন্বয়।