চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন—আর কাউকে নতুন করে স্বৈরাচারী শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে দেয়া হবে না। আর কাউকে সেই সুযোগ দেয়া হবে না।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন— আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি ফিরে আসে তাহলে
জুলাই অভ্যুত্থানই মিথ্যা হয়ে যাবে।
অপর প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন— আমরা আগেও বলেছি,উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই— নিম্নকক্ষে নয়।
দলীয় প্রতীক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন— আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। কেননা শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও হয়ত কারো চাপে পড়ে এমনটা করছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমরা আগামী নভেম্বরের মধ্যে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করতে চাই। সেই উদ্দেশ্যেই এই সফর। এই কাজটি যদি আমরা সম্পন্ন করতে পারি আর যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন হয় তাহলেও এনসিপি হয় সরকারি দল না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে থাকবে। তবে আমরা এখনই নির্বাচনী প্রস্তুতির কথা বলব না। আমরা যেদিন দেখব, প্রতিটি ভোট কেন্দ্রে এনসিপির লোক দেয়ার মতো অবস্থা হবে সেদিনই আমরা নির্বাচনী প্রস্তুতির কথা বলব।
ব্রিফিংসের সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক আলাউল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মুজতবা জামাল নেহালসহ এনসিপির জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।