ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী একুশে বই মেলা ও পিঠা উৎসব ২০২৫।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা এলাকার রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি নেতা জনাব খোরশেদ আলম। এসময় বাংলাদেশ বেতারের সাবেক প্রধান প্রকৌশলী আকতার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও কলোনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, সাভার পৌর জাসাসের সভাপতি মেহেদী হাসান মাসুম, রেডিও কলোনি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান ও জুলাই বিপ্লবের আহত যোদ্ধা মাসুদুর রহমান প্রমুখ। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে অনুষ্ঠানের শুরুতে বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এদিকে সকাল থেকেই বই ও পিঠাপ্রেমীদের পদচারণায় রেডিও কলোনি স্কুল এ্যান্ড কলেজ মাঠ জনসমাগমে মুখরিত হয়ে ওঠে,