লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দেওয়ান শাহ্ দরবার শরীফ মেলায় ১১টি জুয়ার আসরকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে। ওই সংবাদে তার নাম এসেছে। জুয়ার আসর জাহাঙ্গীর বসিয়েছে। এমন তথ্যের কারণে তার (জাহাঙ্গীর) মানসম্মান ক্ষুন্ন হয়েছে এমটাই দাবি করছেন শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিক লীগ নেতা।
জাহাঙ্গীর বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সুনামের সাথে শ্রমিক লীগের দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা করেন। একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যম কর্মীদের ভুলভাল তথ্য দিয়ে তার বিরুদ্ধে সংবাদ করায়। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য: গত রোববার (২১ জানুয়ারি) রাতে দেওয়ান শাহ মেলা পরিদর্শন ও দর্শনার্থী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করা হয়। ওই খবরের সূত্র ধরেই তাৎক্ষণিক মেলায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করে জুয়ার সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে।
এর-আগে ১৮ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয় থেকে ৫ দিনব্যাপী মেলা পরিচালনা করার অনুমতি নিয়েছিল দরবার কর্তৃপক্ষ।