ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান জিহাদি সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে
ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৭ম. জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ইং।
১ ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল ৯ টা। স্থান: বায়তুল মোকাররম ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তন অডিটোরিয়াম।  এতে অংশ গ্রহণ করবে সাড়া বাংলাদেশের ৫হাজারের অধিক প্রতিযোগি কে পিছে ফেলে সিলেকশন রাউন্ডে বাছাই কৃত সেরা ৪০ জন হাফেজ ছাত্রদের কে নিয়ে অনুষ্ঠিত হবে ইশা’ আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর গ্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।  পুরষ্কার হিসেবে থাকবে :
উভয় গ্রুপের প্রথম স্থান অর্জন কারীর জন্য থাকবে পবিত্র উমরাহ হজ্জ।  ২য়,৩য়, ও ৪র্থ স্থান অর্জনকারীর জন্য থাকছে আকাশ পথে কক্সবাজার আপডাউন টিকিট ও নগদ অর্থ এছাড়া ৬ষ্ঠ থেকে ২০তম স্থান অর্জনকারীর প্রতিযোগিদে জন্য থাকবে নগদ অর্থ এ্যাওয়াট, ও সনদ ইনশাআল্লাহ। উক্ত প্রোগ্রামে প্রধান বিচারক হিসেবে থাকবেন মিশর থেকে ১০ ক্বেরাতের উপর সনদ প্রাপ্ত উস্তাজুল হুফ্ফাজ শায়েখ ইলিয়াস লাহোরে দা. বা.  প্রধান অতিথি হিসেবে থাকবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ লোকমান সাহেব প্রধান মেহমান হিসেবে থাকবে সাড়া বিশ্বে মানুষের সেবায় নিয়োজিত বি.এম. মহিবুল ইসলাম সাবাব ফাউন্ডেশন এর চেয়ারম্যান বি.এম. মহিবুল ইসলাম সাবাব সাহেব প্রধান আকর্ষণ হিসাবে থাকবেন আন্তর্জাতিক হাফেজ ক্বারি ছাত্রদের উস্তাদ শায়েখ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এছাড়া ও আর অনেক অতিথি মেহমানরা উপস্থিত থাকবেন। এ প্রোগ্রাম সফলতা কামনায়।  হাফেজ মাওলানা হুসাইন আহমাদ রহমানী, মাওলানা মোহাম্মদ ইউসুফ ও ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিবার