পটুয়াখালী মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ সাবেক ছাত্রদল নেতা, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ সময়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ছিল না।
তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী সদর থানার নন্দকানাই এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যোগেন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া গবেষণা পরিষদের নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবির সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সহ-সভাপতি মজিবর রহমান সরদার ও জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিকাল ৪টায় কালিকাপুর এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন আনিসুর রহমান আনিস। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মর্জিনা বেগম, ফাতিমা আক্তার মুক্তা, মোছা. শিউলি পারভীন, আসমা বেগম, লিলি বেগম, মো. মঞ্জুরুল আহসান মানিক, মাস্টার জসীম উদ্দিন, মাওলানা মো. জিহাদুল ইসলাম, হুমায়ুন কবির মঞ্জুসহ জেলা বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।