নোয়াখালী কোম্পানীগঞ্জে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মুছাপুর মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় দক্ষিন মুছাপুর চৌধুরী বাজার মোহামেডাম স্পোর্টিং ক্লাব ও বসুরহাট সিম্যান একাদশ টিম অংশ গ্রহণ করে। আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন সোহেল এবং আবু নাছের রিয়াদ এর পৃষ্ঠপোষকতায় এই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের আজ ২৫ ফেব্রুয়ারী ফাইনাল খেলার অনাড়ম্বর উৎসব উদ্দীপনাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। বিকাল ৪ টায় মুছাপুর ইউনিয়নের মদিনা বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবদুল হক শাহজাহান এর সভাপতিত্বে এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহামদুর রহমান রিপন, যুগ্ন আহবায়ক মানছুরুল হক বাবর,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাষ্টার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল।
হাজার দর্শকের আনন্দঘন উপস্থিততে খেলা উপভোগের মধ্য দিয়ে টুর্নামেন্ট এর শেষ হয় খেলায় চেম্পিয়ন হয় দক্ষিন মুছাপুর চৌধুরী বাজার মোহামেডাম স্পোর্টিং ক্লাব।