কুষ্টিয়ার কুমারখালীতে নৌকার দুটি অস্থায়ী প্রচারণা কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া ও বাগুলাট ইউনিয়নের কালিকাতলা এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। নৌকা সমর্থকদের ভাষ্য, নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) সমর্থকরা রাতের আঁধারে আগুন দিয়েছে।
এ বিষয়ে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকার কর্মী এনামুল হক মঞ্জু জানান, সকালে গিয়ে আমি দেখি নৌকার কার্যালয়ে পোস্টার ও সামিয়ানার কাপড় পুড়ানো হয়েছে।
তবে িষয়ে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ। তিনি জানান, আমার লোকজন কারও কার্যালয় পুড়ায়নি। পরাজয়ের ভয়ে নৌকার লোকজন নিজেরাই আগুন জ্বালিয়ে সহিংসতা করছে। আমার নেতাকর্মীদের নামে মামলা করে এলাকা ছাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে।
অপরদিকে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার চাপড়া ইউনিয়ের ৩টি এলাকায় নৌকা ও ট্রাকের ৩টি অস্থায়ী কার্যালয় অপসারণ করেছে প্রশাসন। এ ছাড়াও ওই দুই প্রার্থীকে আচরণবিধি আইনে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।
কুমারখালীর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিসংযোগের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘন করে নৌকা ও ট্রাকের সমর্থকরা মোড়ে মোড়ে অবৈধভাবে প্রচারণা কার্যালয় খুলেছে। অভিযান চালিয়ে কিছু কার্যালয় অপসারণ করা হয়েছে। বাকি কার্যালয়গুলো অপসারণে অভিযান চলছে।