বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনা ৬ আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা চূড়ান্ত করেন, নগরীর আল ফারুক সোসাইটিতে, এই ঘোষণা প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক। দক্ষিণ এই জনপদের কান্ডারী যিনি হবেন, ২০১০ সালের পর থেকে বন্যাকবলিত, দুর্যোগপুণ্য এলাকায় কয়রা পাইকগাছায়, শুকে দুখে বিপদে আপদে দিনরাত পরিশ্রম করে আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে, সাহস যোগিয়ে বারবার নির্যাতিত হয়েও আমাদের পাশে থেকেছেন, প্রিয় রাহবার, দক্ষিণ খুলনার উন্নয়নের রোল মডেল, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ্ সালার, কয়রা পাইকগাছার গণমানুষের বিপ্লবী নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা অঞ্চলের সহকারি পরিচালক,(সাবেক খুলনা মহানগরী আমির) জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ ভাই।