গুচ্ছের অধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের প্রথম ধাপে ভর্তি শেষ হয়েছে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদভূক্ত তিনটি ইউনিটে ২ হাজার ৫০টি আসনের মধ্যে ১ হাজার ৮৫৫ জন ভর্তি নিশ্চয়ন করেছেন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৯৫টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১ হাজার ৯৮৫ জন নির্বাচন করেছেন। এর মধ্যে ভর্তি নিশ্চয়ন করেছেন ১ হাজার ৯৮৫ জন। তবে এর মধ্যে একজনের কাগজপত্র ভেরিফিকেশন হয়নি।
তিনি বলেন, এই মূহুর্তে আসন ফাঁকা আছে বলা যাচ্ছে না। অনেকেই হয়তো মাইগ্রেশন করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেখানে কিছু শিক্ষার্থী ভর্তি হলে আসন খালির সংখ্যাটা বাড়বে।
প্রসঙ্গত, এ ইউনিট ৫৫০ টি, বি ইউনিট ১ হাজার ৫০টি এবং সি ইউনিট ৪৫০ টি সর্বমোট ২ হাজার ৫০টি আসন রয়েছে। এর আগে গত ৮ জুন প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়।