জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন, দ. হাশিমপুর ভান্ডারী পাড়া এইচ.এম.কে.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ,
ইসলামী গবেষক ও সমাজসেবক আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী ।
তিনি এর আগে ১৯৯৭ ও ২০১৭ সালে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে সম্মাননা লাভ করেন। এছাড়া ২০২৩ সালে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” নির্বাচিত হয়ে ঢাকা পল্টন টাওয়ারস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিচারপতি এস. এম. মজিবুর রহমান–এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন।
শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ২৫টিরও অধিক গ্রন্থ সম্পাদনা করেছেন। তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ “চন্দনাইশের আউলিয়া কেরাম ও উলামা-মশায়েখ” পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নায়েম (NAEM)–এ প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণও গ্রহণ করেছেন।
দায়িত্ব ও অবদানের ক্ষেত্রে তিনি চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদ–এর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৭ সালে ফাজিলকে স্নাতকের মান প্রদান বিষয়ে সর্বপ্রথম দাবি উপস্থাপন ও মূল প্রবন্ধ পাঠ করে মাদ্রাসা শিক্ষায় বিশেষ অবদান রাখেন। আধ্যাত্মিক অঙ্গনে তিনি ইংল্যান্ড রচডেল জালালিয়া জামে মসজিদের খতিব আল্লামা ড. মুফতি মুহাম্মদ লোকমান ফারুকী (রহ.)–এর প্রধান খলিফা।
তিনি একাধারে একজন লেখক, ইসলামী গবেষক, কলামিস্ট, সাংবাদিক, প্রিন্সিপ্যাল ও তরিকতের একনিষ্ঠ রাহবার হিসেবে দেশ ও জাতির খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই অর্জনে চন্দনাইশবাসীসহ সর্বস্তরের আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও শুকরিয়া প্রকাশ করেছেন।