চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসনের উদ্যাগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলােচনা সভা অনু্িষ্ঠত হয়।
জেলা প্রশাসক আব্দুস সামাদর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যূত্থানর লড়াকু সৈনিক ও বৈষম্যবিরাধী আন্দোলেন জেলা কমিটির সদস্য সচিব সাবির আহম্মদ, মাহাদি, রাহাত, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভাকট ইসাহাক আলী, নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান আলী, সাংবাদিক ডাবলু কুমার ঘাষ প্রমুখ।
জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, সরকারি চাকুরিতে কৌটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন শুরু হয়। পরে তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই রংপুর পুলিশের গুলিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়র ইংরজি বিভাগের মেধাবি ছাত্র আবু সাঈদ শহীদ হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।
পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয় যান শেখ হাসিনা। গণঅভ্যুত্থানর সেই স্মৃতিকে ধরে রাখত বর্ষপূর্তি উপলক্ষ ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান কর্মসূচী ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় আজ ১৬ জুলাই পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানর স্মতি স্মরণ করে জেলার সরকারি দপ্তর ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি স্মরণে গত বছর গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন সময়ের বিভিন্ন ভিডিও চিত্র বড় পর্দার মাধ্যমে প্রদর্শণ করা হয়।