জয়পুরহাটের দুটি আসনে উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা ১ আসনে সংসদ সদস্য এডভোকেট শামসুল আলম দুদু এমপি (নৌকা) পাঁচবিবি মহিলা কলেজে ভোট প্রদান করেন । টানা বৈকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায় নাই সকালে ঘন কুয়াশা আর শীতের কারণে ভোটারদের উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিত দেখা যাচ্ছে।
জয়পুরহাটের ২ টি আসনে ভোট গ্রহন শুরু
জয়পুরহাট ও পাঁচবিবি নিয়ে জয়পুরহাট ১ আসন ও কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর নিয়ে জয়পুরহাট ২ আসন।
জয়পুরহাটের ২ টি আসনে ২৫৪ টি ভোট কেন্দ্রে ৭,৭৯,৬৯৯ জন ভোটারের মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে ।
এ আসন দুটিতে ভোট সুষ্ঠু করতে পুলিশ,বিজিবি, সেনাবাহিনী, আনসার,
গ্রামপুলিশ সহ ১৭ জন নির্বাহী ম্যাজিষ্টেট দায়িত্ব পালন করছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর