বানিয়ারছিট স্কলার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নিয়ারছিট প্রিমিয়ার লীগ (ফুটবল) বিপিএল ২০২৪-২৫ এর ফাইনাল আগামী ১৭ জানুয়ারি ২০২৫ ক্ষ্রি. রোজ শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্টিত হবে।উক্ত ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহন করবে রাসেল ফুটবল একাদশ বনাম এস.এস.সি ব্যাচ ২০২১।সংবাদের গুরুত্বপুষ্প লাইন: উক্ত ফুটবল ফাইনাল খেলার সভাপতি হিসেবে থাকবেন জনাব সাদ্দাম হোসেন উদয় (সভাপতি,বানিয়ারছিট স্কলার্স এসোসিয়েশন)উদ্ভোদক জনাব শফিকুল ইসলাম (ইউপি সদস্য,৩নং ওয়ার্ড,৬নং কালিয়া ইউপি)।প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বাদল (ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজ,ঢাকা)।প্রধান আলোচক জনাব মোঃকিসমত আলী (সাবেক ইউপি সদস্য,৩নং ওয়ার্ড,৬নং কালিয়া ইউনিয়ন পরিষদ)।পৃষ্ঠপোষকতায় থাকবেন জনাব রফিকুল ইসলাম রফিক (দক্ষিণ কোরিয়া প্রবাসী)।এবং সার্বিক সহযোগিতায় থাকবেন জনাব মোঃ সাইফুল ইসলাম (পরিচালক,ব্রাইট স্টার প্রি ক্যাডেট স্কুল)।