সম্প্রতি সময়ে ব্যাট বল হাতে নিজেকে মেলে ধরতে পারছিলেন না সাবেক টাইগার দলনেতা সাকিব আল হাসান। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে বাজে পারফর্ম করার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও আপন ছন্দে ছিলেন না এ টাইগার অলরাউন্ডার।
ফলে ২০০৯ সালে কিউই অলরাউন্ডার জেকব ওমরাকে পেছনে ফেলে দখল করা অলরাউন্ডার র্যাকিং এর শীর্ষ স্থানটা হারাতে হয় তাকে। উল্লেখ্য এবার ই তিনি প্রথম শীর্ষ স্থান হারাননি। তবে ২০১৯ বিশ্বকাপ পরবর্তী নিষিদ্ধ হওয়া সমটুকু বাদে কখনো দীর্ঘ সময় কাউকে তিনি তাঁর রাজত্বে বসতে দেননি।
কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিস,ফিলিন্টপ,আফ্রিদিদের মতো অলরাউন্ডারদের সময়েও সাকিবকে দীর্ঘ সময়ের জন্য হারাতে হয়নি তাঁর শীর্ষ স্থান। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এনে এ অলরাউন্ডার শ্রীলংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার কারে হারিয়ে বসেন তাঁর নাম্বার ওয়ান পজিশন।
সকলের ভাবনা ছিলো আর হয়তো এ স্থানটা নিজের দখলে নিতে পারবেন না তিনি। সপ্তাহ না ঘুরতেই হাসারাঙ্গার বাজে পারফর্মের কারণে কোনো ম্যাচ না খেলে ই আবারো নিজের র্যাকিং ফেরেত পেলেন সাকিব আল হাসান।