মনোহরদী,নরসিংদী।সারাদেশে
মনোহরদীতে আজকের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রী সেলসিয়াস।মৃদু বাতাস ও তীব্র শীতের প্রভাবে এ অঞ্চলের মানুষগুলোর চলাফেরা ও কাজ-কর্ম করা দূঃবিসহ হয়ে উঠেছে।প্রচণ্ড ঠাণ্ডার কারণে বৃদ্ধ ও শিশুদের ঠাণ্ডা-কাশি,নিউমিনিয়া এবং শ্বাসকষ্টসহ নানাবিধ জটিল রোগ দেখা দিচ্ছে।
দিনমজুর আবুল হাসেম জানান,আমরা গরীব মানুষ কাজ করে রোজগার থেকে যা পায় তা দিয়েই সংসার চালায় কিন্তু অতিরিক্ত ঠান্ডা ও কুঁয়াশার কারণে এখন আর আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না।যার দরুন পরিবার নিয়ে চলা আমার কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।ডোমনমারা দরগাহ বাজারের কাঁচামাল ব্যবসায়ী ফাইজুল জানান,অতিরিক্ত ঠাণ্ডা থাকার কারণে রাতে মানুষ বাজারে আসছে না।যার কারণে বাজারেও ক্রয়-বিক্রয় কমে গেছে।এমতাবস্থায় সর্বনিম্ন তাপমাত্রা ও প্রচণ্ড শীতের প্রভাবে নরসিংদী জেলার মনোহরদী উপজেলাসহ কয়েকটি উপজেলার মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।