1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বাসের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২ পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মামলার বাদিকে হেনেস্থাার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রতিটি ওয়ার্ডে হাজির হচ্ছেন মেয়র নিজেই: চট্টগ্রামে নির্মিত হচ্ছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ রাবিতে খেলায় মারামারি নিয়ে বির্তক যেন পিছুই ছাড়ছে না কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক

দিনাজপুরে ১ পূর্ন মন্ত্রী ১ জন প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আবুল হাসান মাহমুদ আলী, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন

রিয়াজুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে
নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম অর্থনীতি। আর এ চ্যালেঞ্জ নেয়ার দায়িত্ব পেয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে নির্বাচিত চারবারের সংসদ সদস্য। এর আগে তিনি এ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও ছিলেন।
আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুর জেলার খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি.এ. এবং ১৯৬৩ সাল এম.এ. ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।
নবম সংসদে তিনি কিছুদিনের জন্য তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সরকারের হয়ে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল হাসান মাহমুদ আলী। ২০০১ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সাল থেকে নির্বাচিত হয়ে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী চতুর্থ বারের মতো হয়েছেন নৌকা প্রতীকে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য
খালিদ মাহমুদ চৌধুরীকে আবারো নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১শে জানুয়ারি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধানতোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বি.কম ডিগ্রি অর্জন করেছেন।
তিনি সাবেক মন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ছেলে। খালিদ মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। খালিদ মাহমুদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার পিতা দিনাজপুর জেলার অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রৌফ চৌধুরী। তিনি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) থেকে ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তৎকালীন সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
পেশায় রাজনীতিবিদ খালিদ মাহমুদ চৌধুরী রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। প্রথম ২০০৮ সালে দিনাজুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সাধারণ নির্বাচনে তিনি পুনরায় দ্বিতীয়বারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের ৭ ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে চতুর্থ বারের মতো ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com