নেত্রকোনার দুর্গাপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবাগত রাত ৮:৩০ ঘটিকায় ‘মাদক ছাড়ো, খেলায় আসো, মাদক মুক্ত জীবন গড়ো’স্লোগানে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতায় দক্ষিণপাড়া হযরত উমর (রাঃ) যুব সংগঠন দুর্গাপুর নেত্রকোনার আয়োজনে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে দুর্গাপুর দক্ষিনপাড়া আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মাঠে ৪০ মিনিটের এই মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের(সিজন-১) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে চিল স্পোর্টিং ক্লাব বনাম মুহুর্ত স্টোর একতা ক্লাব এর অংশগ্রহনে ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে উভয় দলই গোলশূন্য থাকায় ট্রাইবাকারের মাধ্যমে ২-১ গোলে চিল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মুহুর্ত স্টোর একতা ক্লাব রানার্স আপ হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের কে মেডেল পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসাবে রাকিব এবং ফাইনাল খেলায় ম্যান অফ দা ম্যাচ হিসাবে কৌশিক কে বিশেষ সম্মাননা রেস্ট প্রদান করে রানার্সআপ দলের মাঝে ও বিজয়ী দলের মাঝে কাপ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় দক্ষিণপাড়া হযরত উমর (রাঃ) যুব সংগঠন দুর্গাপুর নেত্রকোনা এর সভাপতি আজিজুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায়, দক্ষিণপাড়া হযরত উমর (রাঃ) যুব সংগঠন দুর্গাপুর নেত্রকোনা এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায়, দুর্গাপুর পৌরসভার (৪,৫,৬)নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফরিন জাহান বিউটি এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংবাদিক আল নোমান শান্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দুর্গাপুর উপজেলার সভাপতি আনিসুল হক সুমন, শরফ উদ্দিন মাস্টার সহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ইব্রাহীম খলিল টিপু বলেন,বর্তমানে গ্রামে গঞ্জ সহ সারাদেশেই মাদকের ছড়াছড়ি। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হবে। এতে দেশ ও সমাজ উপকৃত হবে। দক্ষিণপাড়া হযরত উমর (রাঃ) যুব সংগঠন দুর্গাপুর নেত্রকোনা’র উদ্যোগে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। খেলাধুলা তরুণদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে বলে আমি দৃড় চিত্ত্বে বিশ্বাস করি।