নরসিংদী জেলার মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদ পুর গ্রামের কৃতি সন্তান ডাঃএম এইচ কবির হোমিও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য”সিএমএফবি”পুরষ্কার অর্জন করেছেন।পুরষ্কার অর্জনের পর ডাঃএম এইচ কবির সংবাদ মাধ্যমকে জানান,এই পুরস্কার আমাকে অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।ডাঃএম এইচ কবির কে পুরষ্কার বিতরণ করেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ও শক্তিমান খল অভিনেতা আহম্মেদ শরিফ।
এই সময় আর ও উপস্থিত অনেক রাজনৈতিবীদ,শিক্ষাবিদ, বিভিন্ন মিডিয়ায় মিডিয়া ব্যক্তিত্ব ও চলচ্চিত্রের বিভিন্ন শিল্পীবৃন্দ।এ ছাড়াও ডাঃএম এইচ কবির চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নিজস্ব অর্থায়নে তার গ্রামের বাড়িতে একটি মসজিদ ও একটি ঢালাই রাস্তা ও বিভিন্ন সময়ে এলাকার গরিব দুঃখী ও অসহায় মানুষের জন্য মরহুম আব্দুল মান্নান স্মৃতি পরিষদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
তিনি তার গ্রামের বাড়িতে বিভিন্ন স্কুল মাদ্রাসা এতিমখানা উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এ ছাড়াও তিনি প্রতি রমজান মাসে এলাকার মানুষের জন্য তিনি ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।ডাঃএম এইচ কবির বলেন এইসব মহৎ কাজের অনুপ্রেরণা পাই আমি আমার অর্ধাঙ্গিনী ডাঃরুবিনা জাহান এর কাছ থেকে।ডাঃরুবিনা জাহান তাকে সামাজিক কর্মকাণ্ডের জন্য উৎসাহিত করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।