গত তিন ধরে নাটোর সদর উপজেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। মানুষ ঘর থেকে বের হচ্ছে কম। ছেলেদের বিদ্যালয়ে নিয়ে যেতে হচ্ছে ভোগান্তি। কনকনে বাতাস শীতের তীব্রতাকে আরো বারিয়ে তুলেছে। সকালবেলায় খেজুরের রস সংগ্রহ করতে যাওয়া কিছু মানুষ ঠান্ডা জনিত অসুখে ভুগছেন। এছাড়া হাসপাতাল ঘুরে জানা গেছে শিশু ওয়ার্ডে বাচ্চা রোগির সংখ্যা দিন দিন বেরেই চলেছে। হাসপাতালের মেডিসিন ডাক্তার জনাব রবিউল আওয়াল বলেন,