নওগাঁ জেলা পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার বাস স্ট্যান্ড এলাকার আশপাশে সড়ক ও জনপদের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা করে উঠেছিল যা অনেকবার বলার পরেও ছাড়ানো সম্ভব হচ্ছিল না গত ১০ জানুয়ারি সড়ক ও জনপদ ও জেলা প্রশাসনের ঘোষণা দেয় ২৪ ঘণ্টার মধ্যে সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরাতে হবে কিন্তু স্থাপনাগুলো না সরনোর কারণে গতকাল ১২/০১/২০২৬ তারিখ সকাল দশটায উচ্ছেদ অভিযান চালু করা হয়, এতে জেলা পুলিশ উপজেলা প্রশাসন নজিপুর নজিপুর পৌরসভা ও উপজেলা প্রশাসন সহযোগিতা করেন।রাতে পুলিশ প্রশাসন ফেসবুক পেজে একটি পোস্ট দেন তা সরাসরি নিচে দেওয়া হলো- -আসসালামু আলাইকুম
নওগাঁ জেলার অন্যতম বৃহত্তম ব্যবসায়িক এবং আঞ্চলিক সড়ক ও মহাসড়ক জংশন নজিপুর বাজার এলাকার আজকের সন্ধ্যার মনমুগ্ধকর চিত্র।
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপারের উদ্যোগে, জেলা পুলিশ, পত্নীতলা থানা, জেলা ট্রাফিক বিভাগ, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় আজকের মনোমুগ্ধকর যানজট বিহীন নজিপুর বাজার। নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগছে।
ধন্যবাদ জানাচ্ছি নজিপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দকে এবং স্থানীয় অধিবাসীদের যাদের সহযোগিতায় আজকের অভিযান সফল হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন যথাযথভাবে মেনে না চলার জন্য অর্ধশতাধিক মোটরসাইকেল এবং যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা/আটক করা হয়। চলুন আমরা সবাই মিলে ঐতিহ্যবাহী এই ব্যবসায়িক এবং সড়ক জংশন কে যানজট মুক্ত এবং অবৈধ দখল মুক্ত রাখি। আমরা সবাই মিলে আমাদের শহরকে সুন্দর, সুশৃংখল এবং নিরাপদ রাখি।
আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করুন, আপনার সহযোগিতা সমাজের সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।