জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে পাঁচবিবি পৌরসভার হাট ও বাজার আগামী ১৪৩১ বঙ্গাব্দে স্থানীয় পত্রিকা প্রচার,
নোটিশ টানানো, ঢোল শহর ও মাইকিং না করে অতি গোপনে পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব এর বিরুদ্ধে অর্ধেক মূল্যে হাট হিজারা দেওয়ার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রবিবার পাঁচবিবি তিন মাথা মোরে পাঁচবিবি নাগরিক কমিটির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন পাঁচবিবি আমাদের গর্ব এ গর্বের ধন আমাদের পাঁচবিবি বালিঘাটা হাট।
উত্তর জনপদের সর্ববৃহৎ পাঁচবিহাট। সোমবার থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দুরন্ত থেকে হাজার হাজার মানুষ সদা ও ব্যবসা বাণিজ্যের জন্য, হার্টের মানুষের পদ চারনাই গুম গুম শব্দ বহুদূর থেকে শোনা যেত। পাঁচবিবি পৌরসভার মেয়র জনাব হাবিবুর রহমান হাবিব গত ২০১১ ভালো হতে ২০২৪ সাল অদ্যবধি পর্যন্ত, স্থানীয় পত্রিকা, নোটিশ, ঢোল সহরত / মাইকিং না করে অতি গোপনে একধারে এক ব্যক্তিকে হাট ইজারা দিয়ে আসছে। ১৪৩০ চলতি বঙ্গাব্দ জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর ৫ কোটি টাকায় পাঁচবিবি গোহাট ও বাজার নিবেন এ মর্মে আবেদন করেছেন। কিন্তু তাকে না দিয়ে মেয়র সাহেব তার মনোনীত ইজারাদার কে ২ কোটি ৫৭ লক্ষ টাকায় হাট দেয়। এতে পাঁচবিবি পৌরবাসী প্রায় ২কোটি ৪৩ লক্ষ টাকা উন্নয়ন থেকে বঞ্চিত হয় । আগামী ১৪৩১ বঙ্গাব্দে ঠিক ঐ একই কায়দায় দ্বাদশ জাতীয় নির্বাচনের ২ দিন আগে একই ইজারাদার কে ২ কোটি ৬৩ লক্ষ টাকায় হাট দেয়। এতে চলতি ও আগামী ( ১৪৩১ বঙ্গাব্দের এখনো বাকি ৪ মাস থাকা অবস্থায়) ২ বছরে প্রায় ৫ কোটি টাকা উন্নয়ন থেকে পাঁচবিবি পৌরবাসী বঞ্চিত হয়।
আহবানে
পাঁচবিবি নাগরিক কমিটি
পাঁচবিবি, জয়পুরহাট