মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান (১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন পরিষদ) এর নেতৃত্বে বাখরনগর হায়দার আলী জামে মসজিদের সামনে নৌকা প্রতিকের পক্ষে উঠান বৈঠক ও গন মিছিল করেন বাখরনগর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সর্বস্তরের জনগণ।
কাজী আবুল খায়ের চেয়ারম্যান সবার উদ্দেশ্যে বক্তব্যে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আব্যদুল্লাহ হারুনের মুরাদনগর উপজেলার উন্নয়নের কথা তুলে ধরেন, বিগত সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোটের মাধ্যমে বাখুন নগর সাত নং ওয়ার্ড থেকে আলহাজ্ব ইউসুফ আব্দুল্লা হারনকে জয়ী করেছিলেন আমার বিশ্বাস আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন,উঠান বৈঠকে উপস্থিত থাকা সর্বস্তরের সাধারণ জনগণ কাজী আবুল খায়ের চেয়ারম্যানের কাছে ৭ নং ওয়ার্ডের কিছু অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা এবং নতুন কিছু অবকাঠামোর উন্নয়নের দাবি জানান,কাজেী আবুল খায়ের চেয়ারম্যান ৭ নং ওয়ার্ড বাসির দাবি আমলে নিয়ে,সকল দাবি পূরন করার প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠকে সবার উদ্দেশ্যে নৌকা মার্কার ভোট চেয়ে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বাখরনগর ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ আলী শাহ-আলম(১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন)।
৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহেদুল হক সুজন (১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন) বক্তব্যে শাহেদুল হক সুজন নৌকা মার্কার ভোট চেয়ে সবার উদ্দেশ্যে বলেন আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে প্রমান করে দিব ৭ নং ওয়ার্ড আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন ছাড়া দ্বিতীয় কোনো আস্থাবাজন নেতা নেই,৭ নং ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা ছাড়া আমাদের আর কোনো মার্কা নেই,বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ্।
উঠান বৈঠকে উপস্থিত থাকা সর্বস্তরের জনগণকে নিয়ে এক গণ-মিছিল করেন।বাখরনগর গ্রামের অন্যান্য ওয়ার্ড থেকে নৌকার ভক্ত ও সাধারণ জনগণ এসে গণ-মিছিলে যোগ দেন,হাজারো জনতার অংশগ্রহণে গণ-মিছিলটি ৭ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ঘুরে হাজী মার্কেট এসে সমাপ্ত হয়।
গণ-মিছিলে হাজার জনতার অংশগ্রহণ দেখে অনেকের মুখে শোনা যাচ্ছে পাল্টে গেছে বাখরনগর গ্রামের নির্বাচনী প্রক্ষাপট।