1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ফেনীতে রাতে অফিসে ডেকে দুই সাংবাদিককে হেনস্থার অভিযোগ

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

এএসিল্যান্ড ও নাজিরের বিরুদ্ধে জোরপূর্বক মোবাইল জব্দ, তথ্য মুছে ফেলা ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ; জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

ফেনী সদর উপজেলা ভূমি অফিসে দুই সাংবাদিককে রাতে ডেকে নিয়ে হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন, মোবাইল জব্দ ও গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলার অভিযোগ উঠেছে এসিল্যান্ড (সদর) জসিম উদ্দিন এবং নাজির কাম ক্যাশিয়ার কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী দুই সাংবাদিক সোমবার ফেনী জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঘুষ–অনিয়মের সংবাদ প্রকাশের পর শুরু হয় চাপ: অভিযোগ সাংবাদিকদের

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত দুই মাস ধরে সদর ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। বিশেষ করে নাজির কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি নাকি গ্রাহকদের কাছে ফাইলপ্রতি দুই হাজার টাকা দাবি করেন এবং তা এসিল্যান্ডের নির্দেশেই হয় বলে কথিত দাবি করেন।

বিষয়টি জানতে সাংবাদিকরা রবিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাজিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনে জানান—“এসিল্যান্ড আপনাদের চা খাওয়ার দাওয়াত দিয়েছেন”—এ কথা বলে সাংবাদিকদের ভূমি অফিসে আসতে বলেন।

তালা দেওয়া অফিস, পরে লোক পাঠিয়ে গেট খোলা

অভিযোগ অনুসারে, সাংবাদিকরা অফিসে পৌঁছে দেখেন প্রধান গেটে তালা ঝুলছে। পরে নাজিরকে ফোন করলে তিনি গেট খুলতে লোক পাঠান। সাংবাদিকরা নাজিরের কক্ষে কিছুক্ষণ বসে থাকতেই সেখানে পৌঁছান এসিল্যান্ড জসিম উদ্দিন এবং প্রশ্ন করেন কেন সাংবাদিকরা অফিসে প্রবেশ করেছেন। তখন নাজির নিজেই স্বীকার করেন যে তিনি এসিল্যান্ডের নামে ফোন করে তাদের ডেকেছেন।

মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ, অডিও–ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা

অভিযোগে বলা হয়, কথা বলার একপর্যায়ে এসিল্যান্ড দুই সাংবাদিকের হাত থেকে মোবাইল কেড়ে নেন। সেখানে থাকা ঘুষ–অনিয়মের প্রমাণস্বরূপ অডিও, ভিডিও, নথি, ভুক্তভোগীদের অভিযোগসহ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় এসিল্যান্ড ও নাজির সাংবাদিকদের নানা উল্টো বক্তব্যে বিভ্রান্ত করতে থাকেন এবং তাদের ছবি ও ভিডিও ধারণ করেন।

৫ লাখ টাকা দাবি ও তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

সাংবাদিকরা অভিযোগ করেন, নাজির কাজী নজরুল ইসলাম তাদের উদ্দেশে দাবি করেন—সংবাদ প্রকাশের কারণে তাদের নাকি ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সে ক্ষতিপূরণ আদায়ে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে এসিল্যান্ডের উপস্থিতিতেই জোরপূর্বক ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে সাংবাদিকদের স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ আছে। একইসঙ্গে শর্ত দেওয়া হয়—ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।

“সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা ও ভ্রাম্যমাণ আদালতের হুমকি”—অভিযোগ

অভিযোগে আরও বলা হয়, এসিল্যান্ড সাংবাদিকদের সতর্ক করে বলেন—এই বিষয়ে সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকরা দাবি করেন, প্রতিদিন সেবা নিতে আসা অনেক গ্রাহকই ভূমি অফিসের ঘুষ ও দালালচক্রের সঙ্গে জড়িত ভোগান্তির কথা জানান। অভিযোগপত্রে বলা হয়—ঘটনার সময়ও কয়েকজন দালাল অফিসে উপস্থিত ছিলেন এবং তারা এসিল্যান্ড ও নাজিরের ‘ঘনিষ্ঠ’ পরিচয় ব্যবহার করতেন।

“সিসিটিভি ফুটেজ জব্দ করলে সত্যতা মিলবে”

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগে উল্লেখ করেন—রোববার সন্ধ্যা ৬টা ২০ থেকে ৭টা পর্যন্ত অফিসের সিসিটিভি ফুটেজ জব্দ করলে ঘটনাবলির পূর্ণ সত্যতা পাওয়া যাবে।

জেলা প্রশাসনের অবস্থান

ফেনী জেলা প্রশাসক বলেন,
“দুই সাংবাদিককে হেনস্থার বিষয়টি জেনেছি। অভিযোগ পাওয়ার পরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি।”

জেলা প্রশাসন অভিযোগটি যাচাই করে দেখছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com