1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

ফ্রি ফায়ার গেমস, জীবন নিলো দুই বন্ধুর

মোঃ বায়েজিদ কবির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে মৃত্যু হল দুই বন্ধু মজিবর(২০) ও শাকিল(১৮) ।’জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের রুকানাই এলাকায়   দুই বন্ধু মজিবর রহমান( ২০)ও শাকিল মিয়া(১৮)  রেললাইনে উপর  বসে অনলাইনে ফ্রি ফায়ার  গেমস খেলছি,দুজনে এক চাদর মোড়া দিয়ে কানে হেডফোন লাগিয়ে খেলায় বিভোর ছিল দুজনে   এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা  দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে দুজনেই নিহত হন।

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে  এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।নিহতেরা হলেন  মজিবর রহমান (২০) রুকানাই এলাকার শাহেদ মিয়ার ছেলে। শাকিল মিয়া( ১৮)একই এলাকার শাহাবুদ্দীন মাক্কুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে রুকানাই রেললাইনের ওপর একই চাদর দুই বন্ধু গায়ে দিয়ে ফ্রি ফায়ার নামের অনলাইন গেমস খেলছিল তারা।  ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে শাকিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। মজিবরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হন।অত্র, এলাকার কিছু সংখ্যক লোক  বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com