আজ ৫ই জানুয়ারি অফিশিয়াল ওয়েব পেজে প্রকাশিত হল “এডি সাইন্টিফিক ইনডেক্স র্যাংকিং” ২০২৪ এর তালিকা।আলফার ডোগার সাইন্টিফিক ইনডেক্স প্রকাশ করে থাকে প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক বৈজ্ঞানিক অনুসন্ধান সমূহ। এর তালিকাভুক্ত রয়েছে ২০৬ টি দেশের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অনুসন্ধানমূলক প্রতিষ্ঠানগুলো।এই ব্যাঙ্কেলিং তালিকা প্রকাশ করা হয় ১২ টি বিষয়ের উপর ভিত্তি করে।
সারা বিশ্বে স্থান পেয়েছেন ১৪ লাখেরও বেশি শিক্ষক-ছাত্র।যার শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটি এর শিক্ষক এইচ. জে. কিম।
এর মধ্যে বাংলাদেশের থেকে স্থান করে নিয়েছেন ১০ হাজার ৩৩ জন। এই সংখ্যা সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় রোগ নিরাময় কেন্দ্র সহ অন্যান্য সকল অনুসন্ধানমূলক প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত সংখ্যা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)এর এর ছাত্র শিক্ষক সংখ্যা ১১৭ জন। যা বিগত বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এরমধ্যে তালিকায় সবার প্রথমে রয়েছেন কৃষি অনুষদের মো: সাইফুল ইসলাম (প্লান্ট নিউট্রেশন), ব্যবসায় অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান (মাইক্রো ফাইনান্স), তারিকুল ইসলাম (ই কমার্স), অনুপ কুমার মন্ডল (পোস্ট হারভেস্ট), জাকারিয়া আরেফিন (কনজিউমার সাইকোলজি) সহ আরও অনেকে,মৎস্য অনুষদের নিউটন সাহা (ফিস বায়োলজি), সুপ্রকাশ চাকমা,পরিবেশ বিজ্ঞানও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তরিকুল ইসলাম (ক্লাইমেট চেঞ্জ),সহকারি অধ্যাপক মোঃ আবু বক্কর সিদ্দিক, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সুজন কান্তি মালি,কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক চিন্ময় ব্যাপারী (ইমেজ প্রসেসিং, অ্যালগরিদমস, আইওটি) সহ আরও এক ঝাঁক গর্বিত মুখ।
এছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রায় ৭০০),বুয়েট (৪০৩),রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৬),যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৫৪)