লক্ষ্মীপুরের কমলনগরে জবরদখল থেকে মুসার খালের সংযোগ খাল দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা শামসুদ্দিন মো.রেজার নির্দেশে সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা। সোমবার(২২জানুয়ারী) সকালে উপজেলা চর লরেন্স ইউপির তোরাবগন্জ বাজারের পশ্চিম পাশ্বে অবস্থিত খাল দখল মুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, মুসার খালের দখল নিতে স্থানীয় বাবুল মেম্বারের ওয়ারিশগণ পায়তারা শুরু করেন। তারা খালের মধ্যখানে সিমেন্টের পিলার ও কাঠ দিয়ে প্রায় ১০ফুট চওড়া লম্বা ৪০ফুট দখলে নেন। হঠাৎ স্থানীয়রা বাঁধা দিয়ে উপজেলা ভূমি অফিসকে অবগত করেন। পরবর্তিতে ভূমি সার্ভেয়ার ও ভূমি তহশিলতার এসে দখলে থাকা সিমেন্ট ও কাঠের সরজ্ঞাম গুলো ভেঙে তুলে দখলমুক্ত করেন।
দখলদারের পক্ষে মেহরাজ হোসেন রিফাত জানান, দখলকৃত ভূমি তাদের বাবা মৃত বাবুল মেম্বারের ওয়ারিশ সূত্রে তার বোন মালিক হন। তারা তাদের জায়গা দখল করে সিমেন্টেরর খুটি দেন।
স্থানীয়রা আরও জানান, বিভিন্ন সময়ে ময়লা-আবর্জনার কারণে খাল ভরাটে পানিবন্দি হয়ে আশে-পাশের কয়েকশত একর ফসলি জমির উৎপাদনে সমস্যা সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে পানি পাওয়া যাচ্ছে না। এছাড়াও বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে জলাবন্ধতা সৃষ্টি হচ্ছে। এভাবে খাল দখল হলে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিনিয়ত খালের পাশে থাকা বসতিরা দখলের পায়তারা করছে। মুসার খালের সংযোগ খাল দখলমুক্ত করণে উপজেলা ভূমি অফিসের লোকজনকে ধন্যবাদ জানান তারা।
উপজেলা সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে স্থানীয় চরকাদিরা ভূমি তহশিলদারকে সাথে নিয়ে মুসার খালের দখলমুক্ত করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো.রেজা জানান, খাল দখলের বিষয়টি জানার পর সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। তারা গিয়ে খালের দখল উচ্ছেদ করেন।