মহান একুশে ফ্রেরুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বনাথ উপজেলান কেন্দ্রিয় শহীদ মিনারে যথাযথ মর্যাদার সহিত পালিত হয়। বিশ্বনাথ উপজেলার স্কাউট দল ও রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যৌথভাবে একটি র্্যালি নিয়ে উপজেলার শহীদ মিনারে উপস্থিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জনাব
সুনন্দা রায়,সহকারি কমিশনার ( ভূমি) জনাব,সোহেল রানা(এ. টি.ও)
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল আজিজ ও অন্যান্য সুধীজন।শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পন করেন উপস্থিত সুধীমহল। পরিশেষে উপজেলার হল রোমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।