ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত থাকা একটি (ভালুকাপুর, সহনাটী) কেন্দ্রে আজ শনিবার (১৩ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।
জানা গেছে, ০৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। ব্যবধানটি কম হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রে আজ ভোটগ্রহণ হয়। আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেলে চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে নারী-পুরুষ সব বয়সি বৈধ ভোটাররা ভোট দিতে আসেন। ফলে আজ বিকাল ৪ ঘটিকা পযর্ন্ত ৩০৩২ ভোট এর মধ্যে ১৬৭৭ ভোট কাস্টিং হয়।
বিকাল ৪ ঘটিকায় শুরু হওয়া ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল:
এ কেন্দ্রে নিলুফা আনজুম নৌকা প্রতিকে পেয়েছেন ১২৯৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৫৫ ভোট, এছাড়াও মোঃ শরীফ হাসান কেটলি প্রতিকে ০৪ ভোট, মোঃ মোর্শেদুজ্জামান সেলিম ফুলকপি প্রতিকে ০২ ভোট, মোঃ জামাল উদ্দিন সোনালী আশঁ প্রতিকে ০১ ভোট, মোঃ মোন্তাফিজুর রহমান লাঙ্গল প্রতিকে ০২ ভোট, মোঃ শফিউল ইসলাম আম প্রতিকে ০১ ভোট, নাজনীন আলম ঈগল প্রতিকে ০১ ভোট এবং রমিজ উদ্দিন কাঁচি প্রতিকে ০০ ভোট পেয়েছেন।
এ আসনে সোমনাথ সাহা ট্রাক প্রতিকে মোট ৫২৫৬৬ ভোট পেয়েছেন, ফলে নিলুফা আনজুম পপি নোকা প্রতিকে মোট ৫৪৪৯১ ভোট পেয়ে ১৯২৫ ভোটের ব্যবধানে ময়মনসিংহ ০৩ আসনে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ।