বি,কে,এস স্পোটিং ক্লাবের উদ্যোগে রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নস্থ রুস্তম আলী ডিগ্রী কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ২৮-জুন রোজ শুক্রবার বিকাল ৪ঃ৩০ ঘটিকায় ।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন বি,কে,এস স্পোর্টিং ক্লাব বনাম সাহাপুর ফুটবল একাদশ, লক্ষ্মীপুর।সাহাপুর ফুটবল একাদশ লক্ষ্মীপুর প্রথমে দুইটি গোল দেয়, বিরতির পর বি,কে,এস স্পোর্টিং ক্লাব তার প্রতিপক্ষকে দুর্দান্তভাবে দুটি গোল দিয়ে খেলাটি ড্র করেন ।প্রীতি ফুটবল খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক এসে উক্ত ফুটবল প্রীতি ম্যাচটি উপভোগ করেন। উক্ত ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী।ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক।প্রধান বক্তাঃহিসেবে উপস্থিত ছিলেন।রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ৭ নং বামনী ইউনিয়নের চেয়ারম্যানতোফাজ্জল হোসেন মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মাসুদ ভূঁইয়া বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক।শামসুল হুদা হাওলাদার।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক।তসলিম উদ্দিন ডালি, বিশিষ্ট সমাজসেবক।মাকসুদ আলম, বিশিষ্ট সমাজ সেবক।
আরো উপস্থিত ছিলেন,ইয়াসিন বিন সিদ্দীক প্রভাষক (ইংরেজি) ইর্ষ্ট লন্ডন কমিউনিটি কলেজ, লন্ডন, যুক্তরাজ্য,,। । সভাপতিত্ব করেন জাহাঙ্গীর করিব ভূঁইয়া। প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন আনাস খাঁন।সঞ্চালন করেন,বিকর্ন দাস। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন বর্তমানে যুবসমাজকে মাদক,ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য খেলাধুলার বিকল্প নাই খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ।উক্ত প্রীতি ফুটবল ম্যাচটিসভাপতির বক্তব্যের মধ্য দিয়েই সুশৃংখল ভাবে সমাপ্তি করা হয়।