১৯৫২ সালের ভাষা আন্দোলনের ভাষা শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা।তারই স্বীকৃতি স্বরূপ সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা। অন্যান্যের ন্যায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতৃবৃন্দ সকল ভাষা শহীদদের স্মরণে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। যেখানে অন্যান্য দলের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ব্যাতিক্রমী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার।