1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি

মোঃ মামুন হোসাইন। 
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতির অভিযোগে ইউএনও’র বরাবর ইউপি সদস্যদের লিখিত আবেদন। প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে দীর্ঘ ১ বছর ধরে
কয়েক বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (সাবেক ইউএনও, আবুজর মো.ইজাজুল হক) কাছে লিখিত আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যরা।
আবেদনে ইউপি সদস্যরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও ইউনিয়ন পরিষদের মাসিক সভা ও নির্বাচিত সদস্যদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করে আসছেন। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং পরিষদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়,নিয়মিত অফিস সময়ে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকে তিনি ব্যক্তিগত ব্যবসা ও কাজে অধিক সময় ব্যয় করছেন। ফলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।
ইউপি সদস্যদের লিখিত অভিযোগে ভিজিডি কার্ড প্রদানের নামে অসহায় নারী ও দরিদ্র জনগণের কাছ থেকে ঘুষ গ্রহণ,জন্মনিবন্ধন সনদ প্রদান ও সংশোধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় ২৫০ টাকা এবং মাতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির নামে অর্থ লেনদেনের অভিযোগও তুলে ধরা হয়।
এছাড়াও ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের অর্থের সঠিক হিসাব প্রদান না করা এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় না রাখার অভিযোগ রয়েছে। নিয়মিত মাসিক সভা আহ্বান না করে পরিষদের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচিত ইউপি সদস্যদের অবমূল্যায়ন ও মতামত উপেক্ষা করার কথাও আবেদনে উল্লেখ করা হয়। ইউপি সদস্যরা আরও অভিযোগ করেন,সদস্যদের না জানিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কমিটিতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে,যা স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।
আবেদনে বলা হয়,এসব অনিয়ম ও দুর্নীতির কারণে ইউনিয়নবাসীর মধ্যে তীব্র জনদুর্ভোগ ও অসন্তোষ বিরাজ করছে। ন্যায়বিচার,স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার স্বার্থে প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে তাকে দ্রুত লেবুখালী ইউনিয়ন পরিষদ থেকে অপসারণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানান তারা।
উল্লেখ্য গত ১বছর ধরে সে প্রশাসনিক কর্মকর্তার ক্ষমতা পেয়ে পরিষদের আয়,ব্যয়ের কোন হিসাব না দিয়ে নিজের ইচ্ছে মতোন সব কিছু করায় তার বিরুদ্ধে সংবাদ প্রচার হওয়ায় পরে (সাবেক ইউএনও  আবুজর মোঃ ইজাজুল হক) লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমারের   বিরুদ্বে যে অভিযোগ তার তদন্ত ভার দেয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনকে কিন্তু আজ দীর্ঘ ১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত তদন্ত করে তার কোন প্রতিবেদন দাখিল করে নাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানা বলেন,ইউপি সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি ,তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com