শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির নেতা কর্মী কর্তৃক জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে আজ বিকালে বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
উল্লেখ্য, ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। অথচ অনুষ্ঠান শুরুর আগেই সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যাওয়ায় প্রতিহিংসাপরায়ণভাবে বিএনপি ও যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব মো. নুরুজ্জামান বাদলের সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মাওলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেন এবং প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ গুরুতর আহত হন। নেতৃবৃন্দ এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার ও ভিন্নমতের ওপর সশস্ত্র হামলা চালিয়ে নির্বাচনকে ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা দেশের মানুষ কখনোই মেনে নেবে না।